শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নগদ অর্থ ও খাবার পেলো সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে নগদ অর্থ ও খাবার পেলো সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে
নগদ এক হাজার টাকা ও খাদ্য সামগ্রী পেয়েছে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের দুইশত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রদানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, তেল ও লবণ।
এদিন ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ আরও অনেকে।