বুধবার, ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বীকরণে সভা।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বীকরণে সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে দুস্থ, অসহায়, স্বামী পরিত্যাক্তা, বিধবা নারীদের স্বাবলম্বীকরণে ক্ষুদ্র শিল্পের বিকাশ ও নতুন উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি সংক্রান্ত উম্মুক্ত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রজগোপাল টাউন হলে এই সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউএনও আল নোমাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, এসিল্যান্ড আবদুল মতিন খান। এছাড়াও থানা অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উদ্দিন নির্ঝর সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুবিধাবঞ্চিত শতাধিক নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অসহায় মহিলাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে ইউএনও আল নোমান যে পরিকল্পনা হাতে নিয়েছে এটা অবশ্যই প্রশংসনীয়। আমি আশা করি এই প্রকল্প চরফ্যাশনের পিছিয়ে পড়া অসহায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। অনুষ্ঠান শেষে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন প্রশিক্ষণার্থীদের অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী।