মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শেখ রাসেল দিবস পালিত ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে শেখ রাসেল দিবস পালিত ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে র্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস-২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটয়ামের সামনে শেখ রাসেল’র অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও সেখান থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামে গিয়ে সমবেত হয়।
পরে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে উপজেলার অসহায়, দুস্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র বিমোচন ও মৌলিক অধিকার নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শেখ রাসেল, বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা ও প্রধামন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে লালমোহন বাজার চৌরাস্তায় এসে সমবেত হয় এবং সেখানে সেখানে শেখ রাসেল’র জন্মদিনের কেক কাটেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।