রবিবার, ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে মানবতার পাশেই আমরা || লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে মানবতার পাশেই আমরা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার মোতালেব মিয়ার হাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার পাশেই আমরা।
“মানব সেবা উওম ইবাদত” স্লােগানে রবিবার (৯ সেপ্টম্বর) সকাল থেকে বিকাল ৫ট পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এদিন প্রায় ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
“মানবতার পাশেই আমরা সেচ্ছাসেবী সংগঠনটি
এর আগেও মহামারী করোনায় জনসাধারণ কে সচেতন করার লক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাক্স বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।
সংগঠনটির প্রতিষ্ঠতা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ জানান, আমরা সমাজের উচ্চবিত্ত বা সরকারী সহযোগিতা পেলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরো নিঃস্বার্থ ভাবে কাজ করে যেতে পারবো।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শামীম রেজা, প্রতিষ্ঠাতা মো: ইলিয়াছ, ভোলা জেলা সভাপতি সাখাওয়াত সিকদার, সাধারণ সম্পাদক সাগর চন্দ্র রায়
সাংগঠনিক সম্পাদক, সুদীপ্তসহ আরও অনেকে।