বুধবার, ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মিনিকেট নামে চাল বিক্রি করা যাবে না, লিখতে হবে জাতের নাম।।লালমোহন বিডিনিউজ
মিনিকেট নামে চাল বিক্রি করা যাবে না, লিখতে হবে জাতের নাম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, চাল বস্তাজাত করার সময় বস্তার ওপরে জাতের নাম লিখে দিতে হবে। এর ব্যতিক্রম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব কামরুন্নাহার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইয়েদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।