শনিবার, ১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সিসি ক্যামেরার আওতায় লালমোহনের ২২ পূজা মণ্ডপ || লালমোহন বিডিনিউজ
সিসি ক্যামেরার আওতায় লালমোহনের ২২ পূজা মণ্ডপ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার লালমোহনের ২২টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে মন্দির ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
শনিবার সকালে লালমোহন শ্রী শ্রী মদন মোহন জিঁউ মন্দিরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের উৎসব পালন করছে, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সকল ধর্মবর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে।
এর আগে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দরা।
লালমোহন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুর ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ আরও অনেক