বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে অপহৃত কিশোরী উদ্ধার, আটক-১ || লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে অপহৃত কিশোরী উদ্ধার, আটক-১ || লালমোহন বিডিনিউজ
ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে অপহরণের শিকার নিপা রানী দাস (১৪) নামে এক কিশোরী কে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার কদমতলী থেকে তাকে উদ্ধার করা হয় এবং অপহরণের ঘটনায় অভিযুক্ত মোঃ মনির কে আটক করা হয়। উদ্ধার কিশোরী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ খাসেরহাট গ্রামের লিটন দাসের মেয়ে ও আটক মোঃ মনির একই উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর চাঁচড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।
জানা যায়, গত শনিবার (১৭ আগস্ট) লিটন দাসের কিশোরী কন্যাকে অপহরণ করা হয়েছে, এমন অভিযোগে পরদিন তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা নং-৯। মামলার সূত্র ধরে একমাস পর তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরী কে উদ্ধার করে তজুমদ্দিন থানা পুলিশ।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার রাতে ঢাকা থেকে কিশোরী কে উদ্ধারপূর্বক অপহরণের ঘটনায় মোঃ মনির নামে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।