শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
লালমোহনে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মোঃ কামাল হোসেন (৪০) নামে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসাামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমোহন থানার এএসআই জাকারিয়া নয়নের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে আটক করা হয়। সে রমাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের মোঃ মফিজুল হাওলাদারের ছেলে এবং ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মোঃ কামাল হোসেন ২০২০ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল, আজ (শুক্রবার) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।