বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু কন্যার সময়ে দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ: এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু কন্যার সময়ে দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ: এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখনই দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদে থাকে। তাঁর শাসনামলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে দেশে জালাও পোড়াওসহ নৈরাজ্য সৃষ্টি করেছিল।
বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সকল ধর্মের প্রতি সম্মান রাখতে হবে। কোনও ধরনের গুজবে কান না দিয়ে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সমাবেশে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ।