মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় || লালমোহন বিডিনিউজ
এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : যানজট বিবেচনায় এবার এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষার সময় বন্যা হলে শুধুমাত্র সেসব এলাকায় পরীক্ষা স্থগিত হবে।
এছাড়া পরীক্ষার শুরুর তিন দিন আগে ১২ সেপ্টেম্বর থেকে আগামি ২রা অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৫ সেপ্টেম্বর শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলেনে যোগ দেন শিক্ষামন্ত্রী। জানান, পরীক্ষা একঘন্টা পিছিয়ে নেয়ার কারণ। পাশাপাশি কথা বলেন কোচিং সেন্টারগুলো নিয়েও।
দীপু মনি জানান, রাজনীতি করা মৌলিক অধিকার। নির্বাচনের আগের বছর হিসেবে আসছে বছর রাজনৈতিক পরিস্থিতি ইতিবাচক থাকবে বলে প্রত্যাশা তার।
শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সূচিতে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি ভালো হলে আগের সময়সূচিতে ক্লাস চলবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।