মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দিল্লিতে হাসিনা-মোদির বৈঠক আজ || লালমোহন বিডিনিউজ
দিল্লিতে হাসিনা-মোদির বৈঠক আজ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের রাষ্ট্রীয় সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রুদ্ধদ্বার বৈঠকসহ বেশ কিছু কর্মসূচি রয়েছে আজ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে নয়া দিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতির ভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আলোকচিত্র, গান স্যালুট, বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতসহ গার্ড অব অনার দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর চলে যাবেন হায়দ্রাবাদ হাউজে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার পর দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝে রুদ্ধদ্বার বৈঠক হবে।
একই সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও হবে। এই বৈঠকগুলোতে চলমান সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এরপর ভারতের প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে নয়াদিল্লীর আবাসনে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বিকালে ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করবেন তিনি।