সোমবার, ২২ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চর থেকে অজ্ঞাত যুবকের পচা মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
চর থেকে অজ্ঞাত যুবকের পচা মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে চর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের পচে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালীর চরপাতা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা নদীতে কোনো দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ এটি। জোয়ারের সময় ভেসে এসে চরে মরদেহটি আটকে যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুুর রহমান মুরাদ জানান, রোববার বিকালে এক রাখাল চরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে তারা থানায় খবর দেন। এরপর রাতে পুলিশ চরে গিয়ে সোমবার ভোরে অজ্ঞাত ওই যুবকের মরদেহ থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।