
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ || লালমোহন বিডিনিউজ
জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষার কোনও বিকল্প নেই। তাই শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ ও অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়কণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সে স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন শিক্ষকগণ।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ অতিথিরা।