রবিবার, ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও দোয়া || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও দোয়া || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ লালমোহন শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
এমপি শাওন তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অবদান অবিস্মরণীয়, বাঙালি জাতি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের কাছে চিরঋণী।
পরে ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দােয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।