শুক্রবার, ১২ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » অবহেলিত জনপদ ভোলা এখন মিনি সিঙ্গাপুর : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
অবহেলিত জনপদ ভোলা এখন মিনি সিঙ্গাপুর : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে, দেশের কোনও উন্নয়ন করেনি। জাতির পিতার সুযোগ্য কন্য দেশরত্ন শেখ হাসিনা যখনই রাষ্ট্রভার গ্রহণ করেছেন, তখনই দেশের ও দেশবাসীর ভাগ্যোন্নয়ন হয়েছে। দেশরত্ন হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশের দক্ষিণের একসময়ের সবচেয়ে অবহেলিত জনপদ ভোলা এখন মিনি সিঙ্গাপুরে রুপান্তরিত হয়েছে।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্যকালে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, দেশের উন্নয়নে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ মেগা প্রকল্প গ্রহণ ও তা বাস্তবে রুপ দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল, তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় বাঙালি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু জাতি। তাই দেশ ও দেশের মানুষের উন্নয়নে শেখ হাসিনাকে বারবার রাষ্ট্র ক্ষমতায় আসীন করতে হবে। তাহলে ভোলাবাসীর ভোলা-বরিশাল ব্রিজের স্বপ্ন পূরণ হবে।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আরও অনেকে।