শুক্রবার, ১২ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হঠাৎই বেড়েছে চুরির ঘটনা, দোকান ও বসতঘরে চুরি
লালমোহনে হঠাৎই বেড়েছে চুরির ঘটনা, দোকান ও বসতঘরে চুরি
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে হঠাৎ করেই বেড়ে গেছে চুরির ঘটনা। দোকান চুরি, ঘর চুরি, গাড়ির ব্যাটারী চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে।
গতকাল বুধবার রাতে একইসঙ্গে লালমোহন পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে চুরির ঘটনা ঘটে। পৌরসভার ৭নং ওয়ার্ড জমাদার বাড়ির সামনের ইয়াসমিন বেগমের মুদি দোকানের তালার লক ভেঙে ভিতরে ঢুকে মালামাল নিয়ে গেছে চোরচক্র।
ইয়াসমিন বেগমের মা ফজিলত বেগম জানান, প্রায় বছরখানেক আগে মেয়ের জামাই সুমন মারা গেছে। এরপর থেকে ১২ বছরের প্রতিবন্ধী ছেলে ওমর ফারুক কে নিয়ে বাবার বাড়ি থাকতো ইয়াসমিন এবং বাড়ির দরজায় একটি মুদি দোকান দেয়। দোকানের আয় দিয়ে মা-ছেলের জীবনযাপন চলতো।
তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে এনজিও থেকে দেড়লক্ষ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল উঠিয়েছে ইয়াসমিন। পরে স্বাস্থ্যের সমস্যা দেখা দিলে ৪/৫ দিন আগে ডাক্তার দেখাতে চট্টগ্রাম যায় সে। এ সুযোগে তার দোকান লুটে নেয় চোরচক্র।
জানা যায়, শুধু ইয়াসমিনের দোকান নয়, পৌরসভা ৮নং ওয়ার্ড এলাকার মালেক মিয়ার দোকান, আনসার উদ্দিন, কামাল গাজীর দোকানসহ আরও কয়েকটি দোকানেও চুরির ঘটনা ঘটেছে। এদিন পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবীরের ট্রলির ব্যাটারী নিয়ে গেছে চোরচক্র।
কাউন্সিলর সাইফুল কবীর বলেন, একদিকে বৃষ্টির কারণে মানুষ কর্মহীন, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এছাড়াও চোরচক্র তো আছেই। সবমিলিয়ে বুধবার রাতে বৃষ্টি থাকায় সে সুযোগ নিয়েছে চোরচক্র।
এদিকে একই রাতে লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডেরও প্রায় ১০টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। খালপাড় রোডের জাহাঙ্গীর আলম কাঞ্চন পাটোয়ারীর বাড়ি, হোসেন হাওলাদার বাড়ি ও পাটোয়ারী এলাকার ঢালী বাড়িসহ আরপ কয়েকটি বাড়িতে হান দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরচক্র।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, চুরি সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।