সোমবার, ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, দেশের মুক্তির তরে বঙ্গবন্ধুকে সার্বিক সহযোগিতা ও উৎসাহ জুগিয়েছিলেন বঙ্গমাতা। বঙ্গমাতার ত্যাগ ও অবদান ইতিহাসে অবিস্মরণীয়, তাঁর জীবনাদর্শ মা-বোনদের জন্য শিক্ষণীয় ও তাদেরকে অনুপ্রাণিত করবে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ আরও অনেকে।
পরে মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ৭ জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ৩ জনের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।