শুক্রবার, ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, জাতির পিতার আদর্শে উজ্জীবীত ছিলেন তাঁরই সুযোগ্য পুত্র শেখ কামাল। তিনি ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। দেশের কিশোর, তরুণ ও যুবকদের অনুপ্রেরণার উৎস ছিলেন শহীদ শেখ কামাল।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।