বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রিকশা-বোরাক চালকদের বিক্ষোভ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে রিকশা-বোরাক চালকদের বিক্ষোভ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন পৌর শহরে চলাচলকারী ব্যাটারী চালিত রিকশা ও বোরাকের ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধির প্রতিবাদে ভোলা-চরফ্যাশন প্রধান সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে রিকশা-বোরাক চালকরা। বৃহস্পতিবার সকালে পৌর শহরের থানার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। ফলে ভোলা-চরফ্যাশনের প্রধান সড়কে দেখা দেয় তীব্র যানজট। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পৌর ভবনের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেয় তারা। এসময় বিক্ষোভকারীরা জানায়, বিগত বছরে বোরাক প্রতি ১২শত টাকা ও রিকশা প্রতি ৬শত টাকা ট্রেড লাইসেন্স ফি নির্ধারণ করেছিল লালমোহন পৌরসভা। একইসাথে প্রতিদিন বোরাক ও রিকশার জন্য ২৫ টাকা হারে পৌর করও পরিশোধ করতে হয়। হঠাৎ করেই এবছর ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধি করে ১২শত টাকার ফি ২১শত টাকা ও ৬শত টাকার ফি ১৭শত টাকা নির্ধারণ করে পৌরসভা কর্তৃপক্ষ। তাই ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে পূর্বের ফি বহাল রাখার দাবী জানান তারা।
বিক্ষোভকারীদের সাথে একাত্বতা প্রকাশ করে পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক রিংকু বলেন, হঠাৎ করেই ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করে রিকশা ও বোরাক চালকদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। আমারও জোর দাবী আগের ফি বহাল রাখা হোক। এছাড়াও এসব চালকদের কাছ থেকে সরকারি নিয়মের বাহিরে নামে-বেনামে যে অর্থ আদায় করা হচ্ছে তা বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেন তিনি।
লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, যেহেতু পৌরসভাগুলোকে নিজস্ব আয়ে স্বাবলম্বী হতে হবে, তাই অন্যান্য পৌরসভার সঙ্গে মিল রেখে ট্রেড লাইসেন্সের একটি মূল্য নির্ধারণ করতে চাচ্ছি। এরপরেও যদি ব্যাটারী চালিত রিকশা ও বোরাক চালকরা আমাদের কাছে আসে তাহলে আমরা কিছু টাকা কম নেয়ার চেষ্টা করবো।