বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে তিন কেজি গাঁজাসহ আঃ রহিম (২৮) ও ২০ পিস ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন মিঝি (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের হাফিজ উদ্দিন বাজার থেকে আঃ রহিমকে আটক করা হয়। সে পূর্ব চরউমেদ গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে। অপরদিকে বুধবার বিকেলে ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা গ্রাম থেকে ২০পিস ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন মিঝিকে আটক করা হয়। সে চতলা গ্রামের মৃত জামাল উদ্দিন মিঝির ছেলে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাদেরকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।