বুধবার, ২৭ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শপথ নিলো লালমোহনের দুই ইউপির নবনির্বাচিত সদস্যরা || লালমোহন বিডিনিউজ
শপথ নিলো লালমোহনের দুই ইউপির নবনির্বাচিত সদস্যরা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ গ্রহণ করেন কালমা ইউনিয়নের ৯জন সাধারণ ও ৩জন সংরক্ষিত সদস্য এবং রমাগঞ্জ ইউনিয়নের ৯জন সাধারণ ও ৩জন সংরক্ষিত সদস্য। তাদেরকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
এর আগে মঙ্গলবার বিকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়াকে শপথবাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী।
গত ১৫ জুন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়নেই বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজীর সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে।