সোমবার, ২৫ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুলিশের জালে দশ জুয়ারী || লালমোহন বিডিনিউজ
লালমোহনে পুলিশের জালে দশ জুয়ারী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো দশ জুয়ারী। গতকাল (রবিবার) বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ গ্রামের রুস্তম আলী খাঁ’র পোলের গোড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সাইফুল, হারুন মাতাব্বর, মোঃ কাঞ্চন, মোঃ গিয়াস, মোঃ মঞ্জু, মোঃ মিজান, মোঃ বেল্লাল, মোঃ মহিউদ্দিন, মোঃ মনির ও মোঃ সুমন। তারা সকলেই তারাগঞ্জ গ্রামের বাসিন্দা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, সামাজিক অপরাধরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জুয়ার খেলার দায়ে তাদেরকে আটক করা হয়। তারা উপজেলা চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের একটি পরিত্যক্ত ঘরের ভিতর জুয়া খেলছিল। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭৭০টাকা উদ্ধার করা হয়। আজ (সোমবার) সকালে তাদের কে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।