শনিবার, ২৩ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রতিবন্ধী জয়ের চিকিৎসার্থে অনুদান পৌঁছে দিলেন ইউএনও || লালমোহন বিডিনিউজ
প্রতিবন্ধী জয়ের চিকিৎসার্থে অনুদান পৌঁছে দিলেন ইউএনও || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে মন্দিরের ভিতর অমানবিক মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী জয়ের চিকিৎসার জন্য তার বাবার হাতে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
শনিবার দুপুরে লালমোহন থানার আয়োজনে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অপরাধ বিরোধী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা জেলা প্রশাসকের পক্ষে এ অনুদান প্রদান করেন তিনি।
আত্মীয়ের গায়ে হাত তোলার অপরাধে গত বৃহস্পতিবার সকালে মন্দিরের খুঁটির সাথে বেঁধে প্রতিবন্ধী জয়কে মারধর করে একই এলাকার দুই যুবক, পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ভবিষ্যতে এমন অপরাধ রোধে ও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এ সভা করে লালমোহন থানা পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া আরও অনেকে।