শুক্রবার, ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় গ্রেফতার-৩ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় গ্রেফতার-৩ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জে মন্দিরের খুঁটির সাথে বেধে জয় চন্দ্র মেস্তুরি নামে এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড নমগ্রামের স্বর্ণেরচর মন্দিরে এ ঘটনা ঘটে। তবে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে প্রতিবন্ধীকে মারধরের ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায়, মন্দিরের খুঁটির সাথে বেধে জয় কে বেধড়ক মারধর করছে একই এলাকার তাপস মৃধা, অসীম চন্দ্রসহ আরও কয়েকজন।
নির্যাতনের শিকার জয় চন্দ্র মেস্তুরি ওই গ্রামের নরসুন্দর শ্যামল চন্দ্র মেস্তুরির ছেলে। এদিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেলে নড়েচড়ে বসে লালমোহন থানা পুলিশ।
পরে বৃহস্পতিবার রাত দশটার দিকে অমানবিক নির্যাতনের শিকার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা শ্যামল চন্দ্র।
এসময় শ্যামল চন্দ্র মেস্তুরি বলেন, জয় চন্দ্র মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই দুষ্টুমি মেতে থাকে। শুনেছি সে বৃহস্পতিবার সকালে তাপস মৃধার আত্মীয় কে থাপ্পড় দিয়েছিল। তারই জের ধরে তাপস ও তার আত্মীয় এবং অসীমসহ কয়েকজন মিলে মন্দিরের খুঁটিতে বেধে বেধড়ক মারধর করে। এর আগেও কারণে অকারণে জয়কে মারধর করতো তারা।
সংবাদ পেয়ে আহত জয়কে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ এবং তার চিকিৎসাসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ^াস দেন।
এদিকে প্রতিবন্ধী সন্তানের উপর অমানবিক নির্যাতনের ঘটনায় পাঁচজন কে আসামী করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তার বাবা শ্যামল চন্দ্র মেস্তুরি। পরে বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে মামলার মূল আসামী তাপস মৃধা, তার স্ত্রী প্রমীলা ও অসীমের স্ত্রী রীনা রাণীকে গ্রেফতার করে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, জয় চন্দ্রের বাবা শ্যামল চন্দ্র মেস্তুরি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। রাতেই মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদেরকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।