মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর || লালমোহন বিডিনিউজ
বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার একনেক সভায় এ আহ্বান জানান দেশের সরকার প্রধান। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলো বাস্তবায়নে মানের ব্যাপারে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকে ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, ডিসেম্বরেই চালু হবে মেট্রোরেল। মানুষের সুবিধার্থে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক কিলোমিটারের বেশি পথ বাড়ছে। মেট্রোরেলের বড় বড় স্টেশনগুলোর নিচে গাড়ি পার্কিং সুবিধা রাখতে জমি অধিগ্রহণ করা হবে।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক রয়েছে বাংলাদেশ।