
শুক্রবার, ১৫ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশন’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশন’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়নের মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সংগঠন ‘বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশন’ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সংগঠনটির উদ্যােগে দেবির চর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের দুর্গ হওয়ায়, বিএনপি-জামায়াত সরকারের আমলে এ ইউনিয়ন ছিল সবচেয়ে বেশি অবহেলিত। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ইউনিয়নটিতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। নতুন নতুন সড়ক, ব্রিজ ও স্কুল-কলেজ নির্মাণের ফলে বদলে গেছে বদরপুর ইউনিয়নের দৃশ্য।
বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান লিপুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার, বদরপুর ইউনিয়ন টিচার্স এসোসিয়েশনের সদস্য সচিব সাহেব নূর, দেবির চর মাধ্যমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক বজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, নাজিরপুর দারুল আউলিয়া হোসাঈনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবুল হাসেম, হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক মেজবাহ্ উদ্দিনসহ আরও অনেকে।