
মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ১৮৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন || লালমোহন বিডিনিউজ
১৮৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ‘একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাবো, বন্ধুর হলেও সেপথে পা বাড়াবো’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী ও দেশের বিভিন্ন ভার্সিটিতে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন।
মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এবার দেশের বিভিন্ন ভার্সিটিতে সুযোগ পাওয়া ৩৪জন ও জিপিএ ফাইভ প্রাপ্ত লালমোহনের ১৫০জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষকদেরকেও সন্মাননা প্রদান করে সংগঠনটি।
লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এমপি শাওনের সহধর্মিণী মিসেস ফারজানা চৌধুরী রত্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন প্রমূখ।