সোমবার, ১১ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মুক্তবুলির সেরা লেখকদের সম্মাননা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে মুক্তবুলির সেরা লেখকদের সম্মাননা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ “লেখক যারা, পাঠক তারা” প্রতিপাদ্যে বরিশাল থেকে প্রকাশিত মুক্তবুলি সাাহিত্য ম্যাগাজিনের অনলাইন পোর্টালে প্রকাশিত লেখাগুলোর সেরা লেখকদের সম্মাননা প্রদান করেছে মুক্তবুলি।
ঈদের দিন সন্ধ্যায় মুক্তবুলির আয়োজনে লালমোহন প্রেসক্লাবে লেখক-পাঠক ও কলাকুশলীদের প্রাণবন্ত আড্ডায় সেরাদের সেরা লেখক সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি এবং সেরা লেখকের সম্মাননা পুরস্কার গ্রহণ করেন কবি নূরুল আমিন, এরশাদ সোহেল।
প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে লেখক-পাঠকদের আড্ডায় উপস্থিত ছিলেন, মুক্তবুলির সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দীন, অধ্যাপক কবি ফিরোজ মাহমুদ, প্রভাষক বাশার ইবনে মমিন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহীন কুতুব, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, বার্তা সম্পাদক হাসান পিন্টুসহ আরও অনেকে।