বুধবার, ৬ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
কর্মশালায় “নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ” প্রধানমন্ত্রীর এ দশটি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সম্ভাবনা ও সফলতা অর্জনে করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।