শুক্রবার, ১ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঘরের সামনে দেয়াল তুলেছে প্রতিপক্ষরা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ঘরের সামনে দেয়াল তুলেছে প্রতিপক্ষরা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে প্রায় তিনযুগ ধরে বসবাসরত ঘরের সামনে দেয়াল তুলে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রতিপক্ষ। এতে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মোসাঃ নিলুফা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী খোরশেদ আলম (৬৩)।
গত বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেবীরচর বাজার এলাকার খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধার স্বামী জানান, দীর্ঘ ৩০ বছরের অধিক সময় স্ত্রী-সন্তান নিয়ে বদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদরপুর মৌজার জেএল নং-৪, তৌজি-৩৪ এর ওই বাড়িতে বসবাস করছেন তিনি। কিন্তু বসতঘরের সামনে থাকা কিছু জমি ক্রয় করে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তি। এরপর থেকে পুরো জমি দখলে মেতেছে জাকির। তারই সূত্র ধরে গত বুধবার দীর্ঘদিনের বসতঘরের সামনে ইটের দেয়াল তুলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করে। এতে লালমোহন থানার দ্বারস্থ হন নিলুফা বেগম।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে থানায় হাজির থাকার কথা বলে চলে যায়। এদিকে থানার আশ্রয় নেয়ায় ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী নিলুফা বেগমকে বেদড়ক মারপিট করে জাকির হোসেন ও তার লোকজন।
পরে আহত স্ত্রীর চিকিৎসার্থে ভোলা সদর হাসপাতালে গেলে বাড়ি খালী থাকার সুযোগে বসতঘরের সামনে ইটের দেয়াল তুলে জাকির হোসেন।
এ ব্যাপারে জানতে চাইলে বৃদ্ধাকে মারধরের বিষয়টি অস্বীকার করে জাকির হোসেন বলেন, আমার জায়গায় আমি দেয়াল উঠিয়েছি।
লালমোহন থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, খোরশেদ আলমের স্ত্রীর লিখিত অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক দুপক্ষকে নিয়ে বসার কথা ছিল। তবে জাকির হোসেন থানায় আসলেও খোরশেদ আলম উপস্থিত না হওয়ায় কোন সমাধান দেয়া সম্ভব হয়নি।