
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ছেলের বসতঘর থেকে আঃ মালেক (৭৫) নামে এক বৃদ্ধ পিতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ধলীগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাউরিয়া গ্রাম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধের ছেলে ওজিউল্লাহ জানান, তার ঘরের দোতলার একটি কক্ষে থাকতেন তার বাবা। তিনি দীর্ঘদিন যাবত পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে তাকে খাবার ও ঔষধ খাইয়ে কক্ষে রেখে সকলে ঘুমিয়ে পড়েন। সকালে শ্বশুরের জন্য চা-নাস্তা দিতে গিয়ে তাকে কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন তার স্ত্রী। পেটের পীড়ার যন্ত্রণা সইতে না পেরে তার বাবা আত্মহত্যা করেছে বলেও ধারণা করেন তিনি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।