বুধবার, ১৫ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের দুই ইউপিতে নৌকার জয় ॥ কালমায় আকতার, রমাগঞ্জে মোস্তফা || লালমোহন বিডিনিউজ
লালমোহনের দুই ইউপিতে নৌকার জয় ॥ কালমায় আকতার, রমাগঞ্জে মোস্তফা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোলার লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এতে কালমা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন ১৪ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মাওলানা মোঃ লোকমান হোসেন পেয়েছেন ১ হাজার ৬২০ ভোট।
অপরদিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের গোলাম মোস্তফা ৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইমাম উদ্দিন শামীম খান পেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট।
দুই ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষে র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল উপজেলা প্রশাসন। একই সাথে নির্বাচনী মাঠে সার্বক্ষণিক তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
এদিকে সকালে কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধূরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
উল্লেখ্য, কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চারজন বিদ্রোহী প্রার্থী ছিল। নৌকার বিদ্রোহী হওয়ায় তাদের কে দল থেকে বহিস্কার করা হয়।