সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ || লালমোহন বিডিনিউজ
মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মুসলমানদের প্রাণের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর লালমোহন বাজার চৌরাস্তায় ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার”, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান” স্লােগানে একাধিক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়। পরে চৌরাস্তায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে মহানবী (সাঃ) কে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়, তা নাহলে ভারতীয় পণ্য বর্জনের হুমকি দেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লালমোহন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, উত্তর বাজার জামে সমজিদের পেশ ইমাম মাওলানা হোসাইন, করিম রোড মসজিদের পেশ ইমাম, হাজী নুরুল ইসলাম চৌধুরী ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদের পেশ মাওলানা কামাল উদ্দিনসহ অনান্যরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দলমত নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।