সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে সিপিপি’র মাঠ মহড়া প্রদর্শণ || লালমোহন বিডিনিউজ
ভোলার লালমোহনে সিপিপি’র মাঠ মহড়া প্রদর্শণ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি ॥ ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি’র) মাঠ মহড়া প্রদর্শিত হয়েছে।
রবিবার বিকেলে ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে এসেছে। বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় বিশে^ রোল মডেল হিসেবে পরিচিতি অর্জন করেছে। পরে মহড়ায় অংশগ্রহণকারী অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হাওলাদার, উপজেলা সিপিপির সহকারী পরিচালক মোঃ মাজহারুল হক, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুসহ আরো অনেকে।