রবিবার, ১২ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জেলেদের মাঝে বাছুর ও জাল বিতরণ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে জেলেদের মাঝে বাছুর ও জাল বিতরণ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভোলার লালমোহন উপজেলার দুস্থ ও প্রান্তিক জেলেদের মাঝে গাভী (বকনা বাছুর) ও বৈধ জাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে এসব সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এদিন ১০ জন জেলেকে ১০টি গরু ও ৩ জন জেলের তিনটি গ্রুপকে ৩ সেট জাল ও পুলট প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।