
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
লালমোহনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ভোলার লালমোহনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে কলেজ হলরুমে প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা (এলটি)র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কলেজের শিক্ষা পরিষদেও সাবেক সম্পাদক মো. মোস্তফা কামাল, লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন, কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. নাহিদুল ইসলাম পাপ্পুসহ আরও অনেকে।