
বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখা, আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করা, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং রোধসহ সর্বক্ষেত্রে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন উপস্থিতিরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।