মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বৈধতা ফিরে পেয়ে আপেল প্রতীকের প্রচারণায় কালমার ফারুক মাল || লালমোহন বিডিনিউজ
বৈধতা ফিরে পেয়ে আপেল প্রতীকের প্রচারণায় কালমার ফারুক মাল || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : হাইকোর্টে রিট করে প্রার্থীতার বৈধতা ফিরে পেলেন ভোলার লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী ফারুক মাল। গত বৃহস্পতিবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মহি উদ্দিন শামীম এ রায় দেন। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী।
জানা যায়, গত ১৯ মে (শুক্রবার) প্রার্থীতা যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় ফারুক মালের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী। পরে প্রার্থীতা বৈধতার জন্য ভোলা জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেন ফারুক মাল। সেখানেও উপজেলা নির্বাচন কর্মকর্তার আদেশকে বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা। অবশেষে হাইকোর্টে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার রায়ের বিরুদ্ধে রিট করেন তিনি। ওই আপিলের ভিত্তিতে ২ জুন (বৃহস্পতিবার) হাইকোর্ট ফারুক মালের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রায় প্রদান করেন।
এদিকে নিজের প্রার্থীতা ফিরে পেয়ে দেশের বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেম্বার প্রার্থী ফারুক মাল। অন্যদিকে রায়ের কপি উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌছে দিয়ে প্রতীকের জন্য আবেদন করেন তিনি। তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিস থেকে আপেল প্রতীক বরাদ্দ পায় ফারুক মাল। প্রতীক পেয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আরও ৩ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী বলেন, ফারুক মালের প্রার্থীতা বৈধ সংক্রান্ত হাইকোর্টের একটি রায় আমরা পেয়েছি। যার পর ওই প্রার্থীকে প্রতীক বরাদ্দও দেয়া হয়েছে।