শুক্রবার, ৩ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালে যারা জাতির পিতাকে হত্যা করেছিল, সেই পাকিস্তানী প্রেতাত্মারা এখনও দেশের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, তার উন্নয়ন অগ্রযাত্রাকে যারা রুখে দেয়ার ষড়যন্ত্র করছে, দেশের মানুষ তাদের কঠোর জবাব দেবে।
এমপি শাওন আরও বলেন, জাতির পিতার কন্যাকে যারা হত্যার হুমকি দিচ্ছে, তাদেরকে স্পস্ট করে বলতে চাই, এটা ১৯৭৫ নয়, এখন ২০২২সাল। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে দেশবাসী তোমাদের কে আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
সমাবেশে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ লালমোহন ও তজুমদ্দিন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।