বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জাতীয় দিবসদ্বয়ের রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হা-মীমের দুই শিক্ষার্থী || লালমোহন বিডিনিউজ
জাতীয় দিবসদ্বয়ের রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হা-মীমের দুই শিক্ষার্থী || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভোলা জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী মোসাম্মৎ সাইমুন সাকা ইরা ও দশম শ্রেণির শিক্ষার্থী বুশরা।
গত মার্চ মাসে এ প্রতিযোগিতার আয়োজন করেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর। তারই আলোকে শিক্ষার্থীরা বরিশালে এ রচনা প্রেরণ করে। পরে যাচাই বাছাই শেষে ১ জুন বুধবার প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।
এতে “ক” গ্রুপে ইরা “বীরশ্রেষ্ঠদের কথা” ও “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুকাল” এই দুই বিষয়ে রচনায় ভোলা জেলায় প্রথম হয়।
ইরা লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম এর কন্যা।
অপরদিকে “খ” গ্রুপে বুশরা “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু” বিষয়ে প্রথম এবং “বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন” বিষয়ে দ্বিতীয় হয়।