মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পেশি শক্তির ব্যবহার করে জনপ্রতিনিধি হতে দিবে না ইসি || লালমোহন বিডিনিউজ
পেশি শক্তির ব্যবহার করে জনপ্রতিনিধি হতে দিবে না ইসি || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পেশি শক্তির ব্যবহার করে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন পূরণ হবে না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন, ‘নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইসি। সেজন্য ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন।
স্থানীয় সংসদ সদস্যের স্বামীর অত্যাচারে ভোটের প্রচার করতে পারছে না এমন অভিযোগ নিয়ে বিষ এবং কাফনের কাপড় নিয়ে নির্বাচন ভবনের সামনে হাজির হন নোয়াখালীর হাতিয়ার হরনী ও চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা।
স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য প্রার্থীরা সেখানে অবস্থান নেন। পরে, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, যেকোন অভিযোগের সত্যতা পেলেই ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে পেশি শক্তি ব্যবহার না করার পরামর্শও দেন তিনি।
বলেন, কমিশন চায় অংশগ্রহণমূলক নির্বাচন। এর জন্য অনিয়ম ঠেকাতে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি।
১৫ই জুন কুমিল্লা সিটি নির্বাচন, বেশ কিছু ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনসহ কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।