মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র || লালমোহন বিডিনিউজ
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে-এমন প্রত্যাশা করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন- ডিক্যাব। এই মতবিনিময়ে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, অর্থনীতি নিয়ে কথা বলেন পিটার ডি হাস।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন করে আর নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে না। তবে মানবাধিকার পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।
পিটার ডি হাস বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী মানবাধিকার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। অভিযুক্ত সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা দরকার। এ মুহূর্তে নতুন কোন নিষেধাজ্ঞা দেয়া না হলেও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছি আমরা।’
বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, ‘আগামীতে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ও অবাধ নির্বাচন জনগণকে উপহার দেয়া সরকারের দায়িত্ব। আমি আশা করি, নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’
বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবিলা করলেও পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না মন্তব্য করেন পিটার হাস বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা নয়। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা ভালো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে। সরবরাহ ঘটতির কারণে বাংলাদেশেও খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে। কিন্তু, এদেশের জিডিপি এখনও ভালো।’
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও বলেন মার্কিন রাষ্ট্রদূত।