বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত -১
লালমোহনে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে নিহত -১
লালমোহন বিডিনিউজ ,সিরাজ মাসুদ ভোলা :ভোলার লালমোহনে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র মোসলেউদ্দিন (২৪) নামের এক জেলে নিহত হয়েছে। বুধবার সকাল ৯ টার সময় উপজেলা ধলিগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বার্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,বুধবার সকালে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে মোসলেউদ্দিন এবং শাহে আলম মাঝির লোকদের সাথে মাছ কথা কাটিকাটির এক পর্যায়ে শাহে আলম মাঝির নৌকার লোকজন মোসলেউদ্দিন এর উপর ঝাপিয়ে পরে তাঁকে এলোপাতারী ভাবে মারধর করতে থাকে । ঘটনাস্থলে মোসলেউদ্দিন জ্ঞান হারিয়ে ফেললে তার সাথে থাকা জেলেরা তাকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ মোসলেউদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দোষি ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।