শুক্রবার, ২৭ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ১০ দিন পর ভেঙে যাওয়া ডাওরি ব্রিজে যান চলাচল স্বাভাবিক || লালমোহন বিডিনিউজ
১০ দিন পর ভেঙে যাওয়া ডাওরি ব্রিজে যান চলাচল স্বাভাবিক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলাধীন ডাওরী বাজার এলাকায় বাইপাস সড়কের ভেঙে যাওয়া বেইলি ব্রিজ সংস্কার করা হয়েছে। ব্রিজ সংস্কারে টানা ১০দিন ধরে কাজ করেছে ভোলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
ফলে শুক্রবার সকাল থেকে পুরোদমে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ব্রিজটিতে লোড টেষ্ট করে পথচারী ও রিকশা,মোটরসাইকেলসহ হালকা যান চলাচল শুরু হয়েছে।তবে ব্রিজটি দিয়ে ১৫ টনের উপরে ভারী যান চলাচল বন্ধ থাকবে। ভোলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার ১৭ মে পাথর বোঝাই ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে দিনরাত ২৪ ঘন্টা তাঁরা ব্রিজটি মেরামত করার কাজ করছিলেন। যদিও তাঁরা আশা করেছিলেন এক সপ্তাহের মধ্যে ব্রিজটি সংস্কার করতে পারবেন। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারনে সংস্কার কাজ করতে কিছুটা বিলম্ব হয়েছে।
তিনি আরও জানান,খাল থেকে ভেঙে যাওয়া ব্রিজটি পুরোপুরি সরিয়ে ফেলা হয়। এরপর একই স্থানে আরেকটি নতুন বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়েছে। ব্রিজটি দিয়ে মোটরসাইকেল, বাইসাইকেল, ইজিবাইক, অটোরিকশাসহ সাধারণ মানুষের চলাচল শুরু হয়েছে।
আজ(শুক্রবার) পুরোদমে হালকা ও ভারী যানচলাচল শুরু হয়েছে।
তিনি আরও জানান, ১৫ টনের উপরে ভারী কোনো যানবাহন ব্রিজটির উপর দিয়ে চলতে পারবে না, ‘ এমন একটি সাইনবোর্ড ব্রিজটির পাশে ঝুলিয়ে দেয়া হয়েছে। যাতে করে গাড়ি চালকরা ঝুঁকি নিয়ে পারাপার না হয়।
উল্লেখ, মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে দশটার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলা ডাওরী বাজার এলাকায় বাইপাস বেইলি ব্রিজ ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক, একটি প্রাইভেটকার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা খালের মধ্যে পড়ে যায়।
এ ঘটনায় ইজিবাইক ও অটোরিকশার ৩ যাত্রী আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎস দেয়। এবং দুর্ঘটনার শিকার যানবাহনগুলোকে উদ্ধার করতে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ারসার্ভিস যৌথ অভিযানে নেমেছিল।