বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রর মর্মান্তিক মৃত্যু
ভোলায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রর মর্মান্তিক মৃত্যু
লালমোহন বিডিনিউজ ,মোঃ আলী আকবর ভোলা :ভোলায় সড়ক দূর্ঘটনায় ভোলা কলেজের নাজমুল হাসান জুয়েলের (১৯) মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সে ভোলা সদর থেকে আজ রাত ৯টার সময় অটো বোরাকে কলেজ হোষ্টেলে আসতে ছিল এমতাবস্থায় একটি বিপরীতমুখী ট্রাক্টর এসে বোরাকটির গায়ে ধাক্কা দেয়। এতে নাজমুলের মাথার ডান পাশে প্রচন্ড আঘাত লাগে। সাথে সাথে রাস্তায় লুটিয়ে পরে অজ্ঞান হয়ে যায়। তাকে স্থানীয়রা তাৎক্ষনিক ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সি ডাক্তার মোঃ সুমন তাকে মৃত্যু বলে ঘোষনা দেন। নাজমুল হাসান জুয়েল ভোলা সরকারি কলেজে প্রাণী বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার পিতা মোঃ নাসির উদ্দিন জান্টু। তার স্থানীয় বাসা বাংলা বাজার উত্তর দীঘলদী ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
ঘাতক ট্রাকটিকে ধরার জন্য অনেকে দৌড় দিলেও তা ধরতে পারে নাই। নাজমুল হাসানের লাশ মর্গে প্রেরন করা হয়েছে।