শুক্রবার, ২০ মে ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » গণকমিশনের অভিযোগের আইনি কোনও ভিত্তি নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
গণকমিশনের অভিযোগের আইনি কোনও ভিত্তি নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল বলেছেন, গণকমিশনের অভিযোগের আইনগত কোনও ভিত্তি নেই। এনিয়ে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন নিজস্ব গতিতে চলবে, অপরাধী কাউকেই ছাড় দেবে না সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণকমিশন একটি বই লিখেছে। বইয়ে কি আছে তা তিনি দেখেননি। কোন অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, উল্লেখ করে মন্ত্রী বলেন, যে অপরাধ করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।