বুধবার, ১৮ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন ” প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
আগামী ১৫জুন থেকে ২১জুন পর্যন্ত দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ ৬ষ্ঠ জনশুমারি পরিচালিত হবে। সভায় নির্ভুল ও সঠিক শুমারি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন পরিসংখ্যান কর্মকর্তা আরিফুর রহমান খন্দকার। তিনি বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমে ৬৬৫ জন গণনাকারী, ১২৩ জন সুপারভাইজার, ৭জন জোনাল অফিসার নিয়োজিত রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন প্রমূখ।