বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় স্কুল শিক্ষকের উপর হামলা মামলায় আসামীদের জামিন নামঞ্জুর, জেল-হাজতে প্রেরন
মনপুরায় স্কুল শিক্ষকের উপর হামলা মামলায় আসামীদের জামিন নামঞ্জুর, জেল-হাজতে প্রেরন
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা :ভোলার মনপুরা উপজেলায় স্কুল শিক্ষক আনোয়ার হোসেন মাস্টারের উপর হামলা মামলার আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন উপজেলা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। সোমবার বেলা ১১ টায় উপজেলা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট মোঃ আল আমীন এই রায় প্রদান করেন।
সি, আর-৮৭/১৫ মকদ্দমার গ্রেফতারী পরোয়ানাপ্রাপ্ত আসামী আঃ মন্নান হাওলাদার, মোঃ হোসেন, মোঃ হেলাল গং আদালতে আত্মসমর্পন করলে সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট বাদী-বিবাদী উভয় পক্ষের দীর্ঘ সুনানীর পর সন্তুষ্ট হয়ে আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
উল্লেখ্য, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার গত ২৯ অক্টোবর বিকেল ৩ টায় আসামীদের হামলায় আহত হলে ৪ দিন উপজেলা হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ২ নভেম্বর সোমবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে বাদী হয়ে মামলা করেন। উক্ত মামলা আমলে নিয়ে বিজ্ঞ বিচারক মামলার প্রধান আসামীসহ প্রথম ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।