সোমবার, ১৬ মে ২০২২
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তিন দোকানীর জরিমানা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে তিন দোকানীর জরিমানা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সড়কের পাশে অবৈধ স্থাপনা রেখে যান ও পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ৩ দোকানীকে ৬ হাজার ৩শত জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে লালমোহন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট পল্লব কুমার হাজরা।
এর আগে গত শনিবার সকালে লালমোহন বাজারের শৃঙ্খলা রক্ষার্থে সড়কের পাশে অবৈধ স্থাপনা সরাতে ইউএনও নিজেই মাইকিং করেছিলেন। এরপরও নির্দেশ অমান্য করায় তিন দোকানীর জরিমানা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, দপ্তর সম্পাদক সালাম সেন্টুসহ আরও অনেকে।