বুধবার, ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লালমোহনে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে বাংলাদেশ যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মোটরসাইকেল র্যালীটি বের করা হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুব লীগ অফিসে এসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ঈমাম হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার ,উপজেলা আওয়ামীলীগরে যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর সভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন বক্তব্য রাখেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি কবির হাওলাদার,বদিউজ্জামান বাদল, মিজানুর রহমান লিপু, শাহিন মাতাব্বর প্রমুখ সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগবিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।